সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতের বিচারক মাসুদুল হক এ নির্দেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ওয়াহাব আকন্দসহ ৯ আসামিকে শ্যোন অ্যারেস্ট করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে বিচারক রিমান্ড নামঞ্জুর করেন। একই সঙ্গে জামিন প্রার্থনা করলে বিচারক তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না।
গত ৯ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ওয়াহাব আকন্দসহ বিএনপির ৯ নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এমএএএম/এমএ