প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী মালোপাড়ায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে মিছিল নিয়ে রাস্তায় বের হতে না পেরে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনেই বসে পড়েন এবং পুলিশি বেষ্টনিতে বিক্ষোভ করে।
এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতার্কীদের বাক-বিতণ্ডার ঘটনাও ঘটে। পরে বিক্ষোভ সমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার তীব্র প্রতিবাদসহ অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসদ্দেক হোসেন বুলবুল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল বের করেন। বিনা উস্কানিতে পুলিশ তাদের বাধা দেয়।
এর আগে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। পরে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এসএস/জেডএস