শনিবার (১০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ২০ দলীয় জোটনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ফারুক এ কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়েই দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।
বিএনপির সাবেক এ চিফ হুইপ বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার উস্কানি দিচ্ছে। অবস্থার পরিবর্তনে এ মুহূর্তে নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন প্রয়োজন। সেই নির্বাচনের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন, বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এসই/জেডএস