মঙ্গলবার (০৩ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়ক থেকে তাকে আটক করা হয়।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বাংলানিউজকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ-মিছিল থেকে কাজী আজমকে আটক করা হয়েছে।
যশোর কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মানিকচন্দ্র গাইন বাংলানিউজকে বলেন, মুজিব সড়কে ১০ থেকে ১৫ জন লোক একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করলে কাজী আজমকে আটক করা হয়। গোপন খবর ছিল বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করে শহরের শান্তি-শৃঙ্খলা নষ্ট করবে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
ইউজি/এসআরএস