রোববার (০৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এদাবি জানান।
‘গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে সেনা মোতায়েন হবে না’ নির্বাচন কমিশনারদের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী বর্তমানে সরকারের দলীয় বাহিনীর মতো কাজ করছে।
তিনি দুই সিটি কর্পোরেশন এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা (সব পক্ষের জন্য সমান সুযোগ), ইভিএম বাতিল, সেনাবাহিনী মোতায়েন এবং বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার বন্ধ করে নির্বাচনী পরিবেশ তৈরির দাবি জানান।
রিজভী বলেন, কারাগারের স্যাঁতস্যাঁতে অন্ধকার প্রকোষ্ঠে নানা রোগে আক্রান্ত হওয়ার পরও এতটুকু দমে যাননি খালেদা জিয়া। গতকালের (শনিবার) হাস্যোজ্জ্বল অভিব্যক্তি সে বার্তাই জানান দিলো।
প্রহসন করতে খালেদা জিয়াকে বিএসএমএমইউ-তে নেয়া হয় বলে দাবি করে রিজভী বলেন, ব্যক্তিগত চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়ার সুযোগ পাননি। পুলিশি হিংসাত্মক আচরণ ও নির্বিচারে গ্রেফতারের আতঙ্কজনক পরিবেশেও আপসহীন নেত্রী কেমন আছেন সেটুকু দেখার জন্য উদগ্রীব ছিলেন দেশের মানুষ।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এমএইচ/জেডএস