বুধবার (১৮ এপ্রিল) বিকেলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাড়িতে নির্বাচন নিয়ে এক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি এদেশে কোনো নির্বাচন হয়নি।
জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে এই গাজীপুর থেকে ফলাফল পেতে হবে মন্তব্য করে তিনি আরো বলেন, গাজীপুর সিটি নির্বাচন শুধু নির্বাচন নয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় এটি হচ্ছে একটি সংগ্রাম।
গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যগ্ম সম্পাদক সোহরাব উদ্দিন, জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন সরকার, কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা সালাহ উদ্দিন সরকার, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন হওলাদার ও বিএনপি নেতা মাহবুব আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
আরএস/জেডএস