রোববার (২২ এপ্রিল) দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রিজভীর ঘোষণা অনুযায়ী, বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো কর্মসূচিগুলো পালন করবে।
২৫ এপ্রিল ঢাকাসহ সব জেলা ও মহানগর সদরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। ঢাকার মানববন্ধন কর্মসূচির স্থান ও সময় পরে জানিয়ে দেওয়া হবে।
২৬ এপ্রিল ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্রদল। ২৭ এপ্রিল (শুক্রবার) বাদ জুমা সারাদেশে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আরোগ্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে।
২৮ এপ্রিল ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি করবে যুবদল। ২৯ এপ্রিল একই ধরনের কর্মসূচি পালন করবে স্বেচ্ছাসেবক দল। আর ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে শ্রমিক দল।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এমএইচ/এইচএ/