ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদার সঙ্গে দেখা করতে ৫ আইনজীবী কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, মে ৫, ২০১৮
খালেদার সঙ্গে দেখা করতে ৫ আইনজীবী কারাগারে

ঢাকা: দুর্নীতির দায়ে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন তার পাঁচ আইনজীবী।

আইনজীবীরা হলেন-ট্রাস্ট মামলায় খালেদার আইনজীবী আবদুর রেজাক খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী,  অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

শনিবার (মে ০৫ ) বিকেল ৩টার দিকে আইনজীবীরা কারাগারের সামনে আসেন।

বিকেল ৪টা ৫ মিনিটে তারা কারাগারে ভেতরে ঢোকার অনুমতি পান। বিষয়টি কারাগারের একটি দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে জানিয়েছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মে ০৫, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।