রোববার (২০ মে) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম হাফিজুর রহমান চৌধুরী গাইবান্ধা জেলা বিএনপিকে সুসংগঠিত ও গতিশীল করতে যে অবদান রেখেছেন তা স্থানীয় নেতাকর্মীরা কোনোদিন ভুলবে না।
এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা গাইবান্ধা জেলা বিএনপির নেতাকর্মীদের সবসময় অনুপ্রাণিত করবে।
দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের এ শোক সহ্যের ক্ষমতা দান করেন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ২০, ২০১৮
এমএইচ/ওএইচ/