পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার (১৬ জুন) বিকেল ৩টায় মওদুদ তার নোয়াখালীর গ্রামের বাড়ি থেকে নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ ও কবিরহাটে দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে বেরোতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন বলে অভিযোগ করেন। তার দাবি, গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় পুলিশের বড় ভ্যানগাড়ি দিয়ে পথ আটকে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।
বিএনপির এ নেতার বক্তব্য, ‘আমার বাড়ির মূল দরজায় পুলিশের বড় ভ্যানগাড়ি রেখে চলাচলের পথ বন্ধ করে আমাকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় পুলিশ ও আর্মড পুলিশ। আমি দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর অবশেষে বাড়ির মূল ফটক থেকে ঘরে ফেরত আসি। অনির্বাচিত মন্ত্রী বাহাদুরের নির্দেশে আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এটি স্বৈরাচারী আচরণের আরেকটি দৃষ্টান্ত। ’
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, ‘নিরাপত্তার স্বার্থে মওদুদ আহমদকে সন্ধ্যার আগমুহূর্তে বাড়ি থেকে বের না হতে অনুরোধ করা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ০৫৩৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
এইচএ/