ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

তিন সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
তিন সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: বাংলানিউজ

ঢাকা: আন্দোলনের অংশ হিসেবে আসন্ন বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ জুন) সকাল ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জিসিসি নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, সরকার আবার প্রমাণ করলো তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

ক্ষমতা কুক্ষিগত করতে স্থানীয় সরকার নির্বাচনেও নিল্লর্জভাবে ভোট ডাকাতি করে সব নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করছে। খুলনায় নতুন কৌশলে ভোট ডাকাতি করে তারই ধারাবাহিকতায় গাজীপুর সিটি করপোরেশনের ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযোগিতায় গাজীপুর নির্বাচনে আর এক কলঙ্কময় অধ্যয় সংযোজন করলো। জনগণের আশা আকাঙ্খাকে চূর্ণ-বিচূর্ণ করে স্বৈরাচার এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সমাহিত করছে।

আওয়ামী লীগ সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন হয়ে আইন-শৃংখলা বাহিনী, প্রশাসন ও নির্বাচন কমিশনকে ব্যবহার করে নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিচ্ছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না।

এসময় আসন্ন তিন সিটি নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রেশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলনের অংশ হিসেবে বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

এসময় মেজর (অব.) মিজানুর রহমান সম্পর্কে আওয়ামী লীগ সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা প্রচারণা শুরু করেছে দাবি করে তিনি তার মুক্তি দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।