ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপির অনশনে ভিড় বাড়ছে নেতাকর্মীদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
বিএনপির অনশনে ভিড় বাড়ছে নেতাকর্মীদের বিএনপির অনশনে ভিড় বাড়ছে নেতাকর্মীদের। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে চলছে বিএনপির প্রতীকী গণ-অনশন।

সোমবার (৯ জুলাই) সকাল ৯টায় এ কর্মসূচি শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

মহানগর নাট্যমঞ্চে চলছে বিএনপির প্রতীকী অনশন

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়ছে।

ইতোমধ্যে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন মহানগর নাট্যমঞ্চের ভেতরে।  বিএনপির অনশনে ভিড় বাড়ছে নেতাকর্মীদের।                                          ছবি: ডিএইচ বাদলবেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টি শুরু হলেও গণঅনশনের আগত নেতাকর্মীরা বৃষ্টির মধ্যেই স্লোগান দিতে থাকেন। মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে যতই বৃষ্টি হোক কর্মসূচি চলবে। তবে ১০ মিনিট পর বৃষ্টি থেমে যায়।

নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন, আমার নেত্রী আমার মা, বন্দি থাকতে দেব না। জিয়া-খালেদা, খালেদা-জিয়া।

অনশনে উপস্থিত- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ডা. এজেড এম জাহিদ হোসেন, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, জয়নুল আবদিন ফারুক, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, আমিনুল ইসলাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ওলামা দলের সভাপতি মওলানা আবদুল মালেক, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ২০ দলীয় জোটের শরিক দলের নেতাদের মধ্যে জাতীয়পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার মহাসচিব খোন্দকার লুৎফর রহমান, পিপলস লীগের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।