কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (০৯ জুলাই) সকাল ১০টা থেকে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে এ প্রতীকী অনশন শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।
কর্মসূচিতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, উপদেষ্টা মো. শোকরানা, বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল হুদা পবন, অ্যাডভোকেট রাফী পান্না, মাফতুন আহমেদ খান রুবেল, এমআর ইসলাম স্বাধীন, যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খাদেম, সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, ছাত্রদল সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা যায়।
কর্মসূচিতে খালেদা জিয়ার মুক্তির আহ্বান জানিয়ে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, শুধু রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। মিথ্যে মামলায় তাকে আটকে রাখার কোনো সুযোগ নেই।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এমবিএইচ/ওএইচ/