বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে গণসংযোগ চলাকালে সাংবাদিকদের তিনি এ দাবির কথা জানান।
বুলবুল বলেন, ‘সাধারণ ভোটাদের আওয়ামী লীগের ক্যাডার বাহিনী ভয়-ভীতি দেখাচ্ছে।
সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কালো টাকা ছড়াচ্ছে অভিযোগ করে বুলবুল বলেন, ‘কালো টাকা যতোই ছড়াক না কেনো নির্বাচনে ধানের শীষের ভোটের কোনো ক্ষতি করতে পারবে না। সরকারের লাগামহীন দুর্নীতি, নির্যাতন, খুন, গুম ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি হওয়ায় রাজশাহীর জনগণ বর্তমান সরকারের প্রতি অনাস্থা এনেছে। এ অবস্থা দেখে সরকার দলীয় প্রার্থীর মাথা খারাপ হয়ে গেছে। হতাশাগ্রস্ত হওয়ায় এখন ধানের শীষের প্রচারণায় ককটেল নিক্ষেপ করছে। ’
তিনি আরও বলেন, ‘রাজশাহীর একটি পরিবার সব ধরনের দুর্নীতি করে টাকার পাহাড় গড়ে তুলছে। গার্মেন্টস করা এবং চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে। তাদের মদদে অন্যান্য আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারা একইভাবে জমি জবর দখল ও দুর্নীতি করে হিসাব ছাড়া সম্পদের মালিক হয়েছে। ’
রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে মানুষের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি। সেই সঙ্গে নির্বাচনের পরে রাজশাহী থেকে খালেদার মুক্তি ও অবৈধ সরকারের পতনের আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মোসাদ্দেক হোসেন বুলবুল।
এসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারকেই পদক্ষেপ নিতে হবে। দেশে নির্বাচনের কোনো পরিবেশ নাই। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছে। ’
বর্তমান নির্বাচন কমিশনকে দিয়ে কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে না বলে তিনি জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, পুঠিয়া দুর্গাপুরের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তাফা, বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এসএস/জিপি