রিজভী বলেন, বড় পুকুরিয়া খনিতে এতো বিশাল পরিমাণ কয়লা লুটপাটের পর তদন্ত শুরু করেছে দুদক। যেনো ‘রোগী মরিবার পর ডাক্তার আসিলেন’।
শুক্রবার (২৭ জুলাই) সকালে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আসলে এই অবৈধ সরকারের আমলে মহা দুর্নীতি, সুপার দুর্নীতি, মেগা দুর্নীতিরই জয়জয়কার। শেয়ার মার্কেট থেকে শুরু করে পদ্মাসেতু হয়ে ব্যাংক-বীমা-আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতির রাজ্য তৈরি হয়েছে। প্রশ্নফাঁসের মাধ্যমে প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পরীক্ষা ও সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার হাইপার দুর্নীতি ধুমধামেই চলছে এই সরকারের পৃষ্ঠপোষকতায়।
তিনি এও বলেন, তথ্যমন্ত্রী তথ্য দিয়েছেন, পিয়নের চাকরি নিতে গেলেই না-কি ১০ লাখ টাকা লাগে। এই টাকার ভাগ কে কে পায় সেটিও তথ্যমন্ত্রী জানালে ভালো করতেন।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
টিএ/