সোমবার (২০ আগস্ট) বিকেলে শহরের মহিলা কলেজপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর চুয়াডাঙ্গার আমলী আদালতে সোপর্দ করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এ হামিদ তাকে কারাগারে পাঠানোর আদেশ নির্দেশ দেন।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (এএসপি) আহসান হাবীব বাংলানিউজকে জানান, ২০১৭ সালে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর সরিষাডাঙ্গা গ্রামে শাহ আলমের বাড়িতে অহিদুল ইসলাম বিশ্বাসসহ কয়েকজন নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অহিদুলসহ বাকিরা পালিয়ে যান।
এ মামলায় তিনি দীর্ঘদিন পালাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের মহিলা কলেজপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। সন্ধ্যায় তাকে চুয়াডাঙ্গার আমলী আদালতে সোপর্দ করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এ হামিদ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এসআরএস