মঙ্গলবার (২৯ আগস্ট) বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কেন্দ্রীয়ভাবে দুদিনের কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হবে।
১৯৭৮ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি প্রতিষ্ঠা করেন।
দুইদিনের কর্মসূচির মধ্যে আছে- ১ সেপ্টেম্বর ভোরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বেলা ৩টায় ঢাকায় জনসভা।
পরদিন ২ সেপ্টেম্বরে বেলা ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এমএ/