ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ডিএমপি কমিশনারের সাক্ষাৎ না পেয়ে ফিরলেন বিএনপি নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
ডিএমপি কমিশনারের সাক্ষাৎ না পেয়ে ফিরলেন বিএনপি নেতারা

ঢাকা: খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বুধবার (১২ সেপ্টেম্বর) প্রতীকী অনশন করবে বিএনপি। পূর্বঘোষিত এ কর্মসূচির জন্য অনুমতি চাইতে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

এ বিষয়ে আব্দুস সালাম আজাদ বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া দশটায় আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে যাই। সেখানে প্রায় দুইঘণ্টা অপেক্ষা করলেও কমিশনার জরুরি মিটিংয়ে থাকায় দেখা করতে পারেননি।

কমিশনারের মিটিং বিকেল তিনটা পর্যন্ত চলবে।

‘এ তথ্য জানার পর জয়নুল আবদিন ফারুক টেলিফোনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিষয়টি জানান। এ বিষয়ে মহাসচিব ফোনে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলবেন জানিয়ে আমাদের ফিরে আসতে বলেন’।  

এ অবস্থায় মহানগর নাট্যমঞ্চে পূর্বঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি পালন করতে পারবে কি-না তা এখনও নিশ্চিত নয়। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কমিশনারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে বিএনপি, এমনটি জানিয়েছে দলীয় সূত্র।
 
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।