বুধবার (৩ অক্টোর) দুপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. রাব্বী মিয়ার হাতে পৃথকভাবে এ স্মারকলিপি তুলে দেন তারা।
তাদের অন্যান্য দাবিগুলো হলো- সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সশস্ত্র বাহিনী নিয়োগ নিশ্চিত করা, নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার না করার বিধান নিশ্চিত করা, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করা ও সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে তাদের ওপর কোনো প্রকার বিধিনিষেধ আরোপ না করা।
স্মারকলিপি দেওয়ার সময় জেলা বিএনপির সহ-সভাপতি পারভেজ আহমেদ, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সহ-সভাপতি সরকার হুমায়ন কবির, রূপগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
ওএইচ/