সোমবার (৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়।
দেশে আইনের শাসন সুনিশ্চিত করতে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময় সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তথ্য প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক রেজা সেলিম, সাংবাদিক প্রবীর সিকদার, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ নাফিয়ী, আশরাফ আলী হাওলাদার ও আবু আহাদ আল মামুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
টিএম/এএটি