ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদার মুক্তির দাবিতে সিলেটে বিএনপির অনশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
খালেদার মুক্তির দাবিতে সিলেটে বিএনপির অনশন সিলেটে বিএনপির অনশন কর্মসূচিতে বক্তব্য রাখছেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক। ছবি: বাংলানিউজ

সিলেট: দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেটে অনশন করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুর ১ টা পর্যন্ত নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনশন কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে বিএনপি নেতাকর্মীদের পানি পান করিয়ে অনশন ভাঙান বাংলাদেশে মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও পেশাজীবী ঐক্য পরিষদের সভাপতি ডা. শামীমুর রহমান শামীম।

অনশন কর্মসূচিতে মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ূন কবির শাহীনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক।

এসময় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, জিয়াউল গণি আরেফীন জিল্লুর, রেজাউল হাসান কয়েস লোদী, আবদুস সাত্তার, জেলা বিএনপির সহ-সভাপতি একেএম তারেক কালাম, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন, মহানগরের সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ, মাহবুব চৌধুরী, সহ-দফতর সম্পাদক লোকমান আহমদ, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, মহানগর বিএপির সহ-যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন, মহানগর ছাত্রদল সহ-সভাপতি আব্দুল হাসিব, এমসি কলেজ ছাত্রদল নেতা সৈয়দ মিনহাজ।

অনশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী।

অনশন কর্মসূচিতে এম এ হক বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রহসনের মামলায় 'ফরমায়েশি' রায় দিয়ে নির্বাচনের বাইরে রাখার যে অশুভ পায়তারা করছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার, তা শহীদ জিয়ার সৈনিকেরা বেঁচে থাকতে সফল হতে দেবেন না।

এছাড়া খালেদা জিয়ার সাজা বাতিল ও মুক্তি দাবি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিলের দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।