বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান আসাদ, বিএনপির গবেষণা উইংয়ের সদস্য মেজর (অব.) কহিনুর আলম নূর তিন সদস্যের এ প্রতিনিধি দলে রয়েছেন। তাদের সঙ্গে লন্ডন থেকে যোগ দেবেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ খবর নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, চীন সরকারের আমন্ত্রণে তারা সেখানে গেছেন। সরকারের বিভিন্ন সেমিনারে বিএনপি নেতারা অংশ নেবেন। চারদিন পর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এমএইচ/এমজেএফ