ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

মনোনয়নপত্র জমা দিলেন শামা ওবায়েদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
মনোনয়নপত্র জমা দিলেন শামা ওবায়েদ মনোনয়নপত্র জমা দিচ্ছেন শামা ওবায়েদ

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়তে চান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু (শামা ওবায়েদ)। বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ফরিদপুর-২ (নগরকান্দা, শাল্তা, কৃষ্ণপুর) আসন থেকে ধানের শীষ প্রতীক পেতে মনোনয়নপত্র সংগ্রহ শেষে জমা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে তিনি মনোনয়ন ফরম জমা দেন। এর আগে মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী শামা ওবায়েদ বলেন, দলীয় মনোনয়ন পেলে ধানের শীষের বিজয় নিশ্চিত করে ফরিদপুরবাসীকে (নগরকান্দা, শাল্তা, কৃষ্ণপুর) একটি সমৃদ্ধি ও সুখী এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
ইএআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।