ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

জোটপ্রার্থীদের পক্ষে প্রচারণায় টিম করবে ১৪ দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
জোটপ্রার্থীদের পক্ষে প্রচারণায় টিম করবে ১৪ দল

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থীদের পক্ষে প্রচারণার লক্ষ্যে টিম করবে কেন্দ্রীয় ১৪ দল। 

শনিবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের এক সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখাপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।  

নাসিম বলেন, ‘জোটের প্রার্থীর পক্ষে প্রচারণার জন্য আমরা ১৪ দল থেকে টিম করবো।

সারাদেশের আসনগুলোতে গিয়ে সভা, সমাবেশের মাধ্যমে জোটের প্রার্থীর পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রচার প্রচরণা করবো। নির্বাচনের আগে সারাদেশের যতগুলো আসনে সম্ভব, আমাদের এই টিম প্রচার-প্রচারণা চালাবে। ’

আগামী বিজয় দিবস (১৬ ডিসেম্বর) থেকে সারাদেশের সকল জেলা-উপজেলায় বিজয় মঞ্চ করা হবে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘এসব বিজয় মঞ্চ থেকে মুক্তিযুদ্ধের সময়কার গান, মুক্তিযুদ্ধের উপর নির্মিত বিভিন্ন নাটকসহ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার করা হবে। ’

বিজয়ের মাস এলেই বিএনপি-জামায়াত জোট ভয় পায় উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘ঐক্যফ্রন্ট নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে। তারা বিজয়ের মাস ডিসেম্বরে নির্বাচন চায় না। কারণ তারা বিজয়ের মাস ডিসেম্বর এলেই ভয় পায়। তাদের মনে হয়ে যায় একাত্তরের পরাজয়ের কথা। ’

বিএনপির চরিত্র এখনো পরিবর্তন হয়নি উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনে যেভাবে পুলিশের উপর হামলা করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। বিএনপির চরিত্র এখনো বদলায়নি। এই হামলা পূর্ব পরিকল্পিত ছিল। তারা আগে থেকেই লাঠি নিয়ে হামলার জন্য প্রস্তুত ছিল। তারপরও তারা এই ঘটনা নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। ’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ গ্রহণ করায় তাদের স্বাগত জানিয়ে ১৪ দলীয় জোটের নেতা, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘যুদ্ধপরাধীদের বিষয়ে মুখবন্ধের নীতিকে নিন্দা জানাচ্ছি। অপরাধীদের পক্ষে ওকালতি করবেন বা হালাল করার চেষ্টা করবেন না। মীমাংসিত কোনো বিষয় নিয়ে বিভ্রান্ত ছড়াবেন না। বাংলাদেশকে আর হত্যাকারী-আগুন সন্ত্রাসীদের হাতে যেতে যাওয়া যাবে না। ’
 
এর আগে গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদারের সভাপতিত্বে সভায় জাতীয় সমাজ তান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ সহিদুল ইসরাম, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।