ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’র মোড়ক উন্মোচন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’র মোড়ক উন্মোচন মোড়ক উন্মোচন অনুষ্ঠান

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার জীবনী নিয়ে রচিত বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। বইটি লিখেছেন সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ।

৭০০ পৃষ্ঠার এ বইয়ে লেখক তুলে এনেছেন সাবেক প্রধানমন্ত্রীর গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, স্বৈরাচারবিরোধী সংগ্রাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে কারাবাসসগ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রীর জীবনের অনেক অজানা কথা। ইংরেজি ভাষায় রচিত বইটির নাম ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’।

রোববার (১৮ নভেম্বর) বিকেলে গুলশানের হোটেল লেকশোরে বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, লায়লা এন ইসলাম, নিউ এজ সম্পাদক নুরুল কবির, ইকতেদার কবির, আনোয়ার হাশিম প্রমুখ উপস্থিত ছিলেন।

‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’ বইয়ে সাংবাদিক মাহফুজউল্লাহ ২০০৭ সালের সেনাসমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময় পর্যন্ত খালেদা জিয়ার জীবনকাল তুলে ধরেছেন। ১৯৪৫ সালে দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা খানম পুতুল কীভাবে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের স্ত্রী হলেন, স্বামীর মৃত্যুর পর গৃহবধূর দায়িত্ব ছেড়ে নেন বিএনপির গুরুদায়িত্ব নেন—এসবের বর্ণনা আছে বইটিতে।

১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভুত্থ্যানে জিয়াউর রহমান নিহত হন। এরপর প্রায় ৭ মাস পর দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানে ১৯৮২ সালে ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। রাজনীতিতে তার আগমন ও ‘আপসহীন’ নেতৃত্ব, সামরিক এরশাদ সরকারের বিরুদ্ধে টানা আট বছরের সংগ্রাম শেষে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার গল্পগুলো তুলে এনেছেন মাহফুজউল্লাহ।  

তার লেখা এ বইয়ে বিশেষ প্রাধান্য পেয়েছে সেই সময়ের ঘটনা ও ঘটনার আড়ালের গল্প। ১৯৯১-এর আগে রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন এবং ২০০৬ সাল পরবর্তী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে খালেদা জিয়ার জেলজীবন বইটির বড় অংশজুড়ে রয়েছে।

সাংবাদিক মাহফুজউল্লাহ এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনীগ্রন্থ রচনা করেছেন। ওই বইটির নাম ‘প্রেসিডেন্ট জিয়া অব বাংলাদেশ: আ পলিটিক্যাল বায়োগ্রাফি’।

মাহফুজউল্লাহ জানান, খালেদা জিয়ার জীবনী ভিত্তিক বইটি তার সর্বশেষ জীবনীগ্রন্থ। এরপর তিনি আর কোনও ব্যক্তির জীবনী নিয়ে লিখবেন না।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।