ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

মিলনের সমর্থকরা বেপরোয়া, গুলশান উত্তপ্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
মিলনের সমর্থকরা বেপরোয়া, গুলশান উত্তপ্ত বিএনপির গুলশান কার্যালয়ে মনোনয়নবঞ্চিতদের ইটপাটকেল নিক্ষেপ, ছবি: বাংলানিউজ

ঢাকা: চাঁদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়নবঞ্চিত এহসানুল হক মিলনের সমর্থকরা বেপরোয়া হয়ে উঠেছেন। উচ্ছৃঙ্খল এসব কর্মীদের হামলা-ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের কারণে রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

শনিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হামলা ভাঙচুরের পর এখন এর সামনে বিক্ষোভ করছেন বঞ্চিত এ প্রার্থীর সমর্থকরা। তাছাড়া যেকোনো সময় আবার কার্যালয়ে হামলা হতে পারে।

এদিকে, কার্যালয়ের ভেতরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গণমাধ্যম কর্মীরা অবরুদ্ধ হয়ে পড়েছেন তাদের বিক্ষোভের মুখে পড়ে। কার্যালয়ের ভেতরে গ্লাসের টুকরোগুলো এখনও পড়ে আছে।

খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিলের কারণে গুলশানের এই কূটনৈতিক এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে।

মিলনের সমর্থকরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন। তারা বিএনপির শীর্ষ নেতাকর্মীকে ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে এহসানুল হক মিলনকে মনোনয়ন না দিলে অবাঞ্ছিত করারও হুমকি দিচ্ছেন।

অপরদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কার্যালয় থেকে বের হলে অসদাচরণ করেন মিলনের সমর্থকরা।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
টিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।