রোববার (০৯ ডিসেম্বর) দুপুরে সিলেটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় চূড়ান্ত মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।
লুনা বলেন, নির্বাচনে যাওয়ার ব্যাপারে দলের সিদ্ধান্তের পর থেকে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।
প্রথমবার নির্বাচনে প্রার্থী হওয়ার প্রশ্নে ইলিয়াস পত্নী বলেন, নির্বাচন প্রথমবার করলেও আমার রাজনীতিতে আসা নতুন নয়। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় দলের এজিএস (সহ-সাধারণ সম্পাদক) ছিলাম। স্বামীও এই আসন থেকে নির্বাচন করায় তার পক্ষে এলাকায় গণসংযোগ করেছি।
তিনি বলেন, আমার বিশ্বাস নির্বাচন ৫০ ভাগ সুষ্ঠু হলে আমরা জিতবো। এছাড়া খেলাফত মজলিসের প্রার্থীর নির্বাচন করার বিষয়ে তিনি বলেন, তিনিতো আর ধানের শীষে নির্বাচন করছেন না। আর বিএনপিও অন্য কোনো দলের উপর নির্ভরশীল হয়ে নির্বাচন করছে না।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এনইউ/জেডএস