বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
রিজভী বলেন, সরকারের কারসাজিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে।
নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে পারলে পুলিশ কর্মকর্তাদের ৫ লাখ করে টাকা দেওয়া হবে’ এমন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র এ নেতা।
তিনি বলেন, আমরা জানতে পেরেছি- ডিএমপি ডিবির জয়েন্ট কমিশনার এডিসি ও তার অধীনস্থ এসিদের বলেছেন, যদি তারা তাদের দায়িত্বাধীন কেন্দ্রে নৌকাকে বিজয়ী করতে পারেন, তবে প্রত্যেককে পাঁচ লাখ করে টাকা দেওয়া হবে। এটা ভয়াবহ উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয়। অনির্বাচিত আওয়ামী লীগ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য পুলিশ প্রশাসনের দল অনুগত কর্মকর্তাদের ভূমিকায় সারাদেশের মানুষ ক্ষুব্ধ-বিক্ষুব্ধ।
প্রধান নির্বাচন কমিশনার ন্যূনতম নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন চাইলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে আজই মাঠে নামানোর দাবি জানিয়ে রিজভী বলেন, নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি পুলিশ সদর দফতরে বসে যারা কুপরিকল্পনা করছে, তাদের অবিলম্বে সরিয়ে দিতে হবে।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ বাহিনীকে ৬৩ কোটি ২২ লাখ ৮৪ হাজার টাকা, আনসার বাহিনীকে ১৬৩ কোটি ৮১ লাখ টাকা, কোস্টগার্ডকে ১ কোটি ৫৬ লাখ টাকা, বিজিবিকে ৩৩ কোট ২ লাখ এবং র্যাব-কে ১০ কোটি ২০ লাখ টাকা অগ্রিম বরাদ্দ দেয়া হয়েছে। গুঞ্জন আছে-সেনাবাহিনীর নামে কোনো বরাদ্দ না দিয়ে তাদের ব্যারাকেই রাখা হবে। এটি একটি অশুভ মহাপরিকল্পনার নির্বাচন করারই পূর্বলক্ষন।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এমএইচ/এসএইচ