শনিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন বিএনপি প্রার্থী ডক্টর এম এ মুহিত।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন একজোট হয়ে নির্বাচনকে তামাশা ও প্রহসনে পরিণত করেছে।
‘এসব বিষয়ে একাধিকবার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত ও মৌখিক অভিযোগ করলেও তার কোনো প্রতিকার পাওয়া যায়নি। ’
‘অন্যদিকে পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে বিএনপি-নেতাকর্মীদের নামে গায়েবি মামলা, গ্রেফতার ও নির্যাতন-নিপীড়ন করছে’ বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচন নির্বিঘ্ন করার জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি ও সবার জন্য সমান সুযোগ প্রদানের দাবি জানান ডক্টর এম এ মুহিত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মজিবর রহমান লেবু, আজিজুর রহমান দুলাল, নাজমুল ইসলাম তালুকদার রানা, যুগ্ম-সম্পাদক নূর কায়েম সবুজ, হারুন-অর-রশিদ খান হাসান, সাংগঠনিক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
জিপি