শুক্রবার (২১ ডিসেম্বর) রাত থেকে শনিবার (২২ ডিসেম্বর) দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে কোতয়ালি মডেল থানায় ১৯ জন, কাউনিয়া থানা ৪ জন, এয়ারপোর্ট থানায় ৬ জন এবং বন্দর (সাহেবেরহাট) থানা ২ জনকে গ্রেফতার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত ৩১ জনের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অযথা কাউকে হয়রানি করার বিষয় নেই। কারণ গ্রেফতারি পরোয়ানা তামিল করা পুলিশের কাজের নিয়মিত অংশ।
এদিকে বিকেলে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবর রহমান সরওয়ারের গণসংযোগে বিঘ্নতা সৃষ্টির অভিযোগ উঠেছে।
পাশাপাশি সেখান থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন পণ্ডিতসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ করেছেন বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এমএস/এনটি