ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সোনারগাঁওয়ে বিএনপির মান্নানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
সোনারগাঁওয়ে বিএনপির মান্নানকে জরিমানা

নারায়ণগঞ্জ: আচরণবিধি লঙ্ঘনের অপরাধে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম রুহুল আমিন রিমন।

শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের অলিপুরা বাজার এলাকায় গণসংযোগকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম রুহুল আমিন রিমন বাংলানিউজকে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান গাড়িবহর নিয়ে গণসংযোগ করছিলেন।

তাই তাকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ব্যাপারে আজহারুল ইসলাম মান্নান বাংলানিউজকে বলেন, ‘প্রশাসন আমার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছেন। মহাজোটের প্রার্থী প্রতিদিন গাড়িবহর নিয়ে প্রচার-প্রচারণা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ’ 

প্রশাসন একতরফাভাবে বিএনপির ওপর চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।