শনিবার (২২ ডিসেম্বর) দিনগত রাত থেকে রোববার (২৩ ডিসেম্বর) ভোর পর্যন্ত সদর ও গাংনী উপজেলার বিভিন্নস্থানে অভিযান তাদের গ্রেফতার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজ জানান, সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করার অভিযোগে দায়ের করা বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
এদিকে, গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন ও মেহেরপুর-২ (গাংনী) আসনের ধানের শীষের প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন। গ্রেফতার আসামিদের ছেড়ে দেওয়া আহ্বান জানিয়েছেন তারা।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
ওএইচ/