ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক: কাদের সিদ্দিকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক: কাদের সিদ্দিকী বক্তব্য রাখছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ধানের শীষ এখন বিএনপি বা খালেদা জিয়ার মার্কা নয়। ধানের শীষ বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক, স্বাধীনতা রক্ষার প্রতীক। 

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে কালিহাতী কলেজ মাঠে ঐক্যফ্রন্টের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে কাদের সিদ্দিকী আরো বলেন, আপনার সময় ৩০ ডিসেম্বর পর্যন্ত।

তারপর খালেদা জিয়ার সময়। এবার নির্বাচনে ভোট চুরি করে জিততে পারবেন না। ইয়াহিয়া পারে নাই, টিক্কা খান পারে নাই। আপনারাও পারবেন না। তাই যদি ভাল চান তাহলে সুষ্ঠু নির্বাচন দিন। কারণ জনগণ এবার ধানের শীষে ভোট দেবে এবং ভোট চোর ধরার জন্য কেন্দ্র পাহারা দেবে।  

কালিহাতী উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী লিয়াকত আলী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতোয়ার রহমান ঢালী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আব্দুল হালিম মিয়া প্রমুখ।  
এ সময় বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।