ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বিএনপি

শেষ মিনিট পর্যন্ত ভোটের মাঠে থাকবো: মওদুদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪০, ডিসেম্বর ২৬, ২০১৮
শেষ মিনিট পর্যন্ত ভোটের মাঠে থাকবো: মওদুদ

নোয়াখালী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেশবাসী ভোট দিতে না পারলে এ সরকার কলঙ্কিত হবে, গণতন্ত্রকে হত্যা করা হবে।

বুধবার (২৬ ডিসেম্বর) সকালে ও বিকেলে পথসভা করতে না পারায় বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামে তার নিজ বাড়িতে সাংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, যেখানে প্রার্থীর নিরাপত্তা নেই, সেখানে ভোটারের নিরাপত্তা থাকতে পারে না।

তবে যতোই নির্যাতন করুক শেষ মিনিট পর্যন্ত ভোটের মাঠে থাকবো।

সংবাদ সম্মেলনে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।