গত ২৬ ডিসেম্বর রাতে হ্যাক হওয়ার পর শুক্রবার (২৮ ডিসেম্বর) রাতে পেজটি উদ্ধার করা হয় বলে শনিবার (২৯ ডিসেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনীর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হ্যাক হওয়ার পর থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতাদের নামে যেসব বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়া হয়েছিল তা মুছে ফেলা হয়েছে।
এদিকে বন্ধ বিএনপির ওয়েবসাইট bnpbd.org এখনো খুলে দেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
এমএইচ/এইচএ/
** বিএনপির ফেসবুক পেজ হ্যাক!