ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিএনপি

‘সরকার জনগণের ওপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছিলো’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
‘সরকার জনগণের ওপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছিলো’

নোয়াখালী: বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাক হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশের মানুষের ওপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছিলো, তেমনি ২০১৮ সালের ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ সরকার দেশের প্রশাসনকে নিয়ে একই কায়দায় জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছিলো।

শনিবার (০৫ জানুয়ারি) বিকেলে নোয়াখালী আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমরা সংখ্যায় অনেক, আবেগ অনেক, উত্তেজনা অনেক কিন্তু শৃঙ্খলা নেই, সারা বাংলাদেশে এই হয়েছে।

আজকে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, লড়াই করছি কিন্তু সঠিক শৃঙ্খলার মধ্য দিয়ে যুদ্ধ করতে পারছি না।  

এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম আবদুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্যাহ বুলু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।