ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিএনপি

খালেদা জিয়ার মুক্তি দাবিতে রিজভীর নেতৃত্বে মিছিল

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
খালেদা জিয়ার মুক্তি দাবিতে রিজভীর নেতৃত্বে মিছিল রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন বাতিলের দাবিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় মিছিলটি শুরু হয়ে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুলের দিকে এগিয়ে যায়। এতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

 

মিছিল থেকে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং ৩০ ডিসেম্বরের অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচন বাতিলের দাবিতে শ্লোগান দেন।  

দলটির পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।