ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সিলেটে বিএনপির ২৮ নেতাকর্মীর জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
সিলেটে বিএনপির ২৮ নেতাকর্মীর জামিন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, ছবি: বাংলানিউজ

সিলেট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও বাড়ি ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৮ নেতাকর্মী।

রোববার (২০ জানুয়ারি) সকালে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক মোস্তাহীন বিল্লাহ তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাবেক মেম্বার বিএনপি নেতা সুরুজ মিয়া, অপু আহমদ, দুলন মিয়া, জেলা ছাত্রদল নেতা পারভেজ আহমদ, বিএনপি নেতা ছাদ উল্লাহ, আব্দুল মান্নান, ফকির আলী, সিরাজ মিয়া, হেলাল মিয়া, আন্নাছ মিয়া, নজরুল মিয়া, ইলিয়াছ আলী, মামুন মিয়া, সোহাগ মিয়া, সোহান মিয়া, বাদশা মিয়া, মাসুম আহমদ, তাজ উদ্দিন, শামীম, ইমরান মিয়া, জুবেদ মিয়া, রেজন মিয়া, আলীম, সাঈদি, বশর মিয়া, আব্দুস শহিদ, শানুর মিয়া, এলাইছুর রহমান এলাইছ মিয়া।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রতন মজুমদার, সমিউল আলম, মির্জা ইয়াকুব, ইমরান আহমদ চৌধুরী ও রাজ্জাক খান রাজ।

গত ৩০ ডিসেম্বর সিলেট সদর উপজেলা লাখাউরায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও বাড়ি ভাংচুর করা হয়। এ ঘটনায় গত ১৭ জানুয়ারি আওয়ামী লীগের সমর্থক মুহিবুর রহমান বেলাল বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।