ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিএনপি

জামিনে মুক্ত নাশকতাসহ ২১ মামলার আসামি বিএনপি নেতা চাঁদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
জামিনে মুক্ত নাশকতাসহ ২১ মামলার আসামি বিএনপি নেতা চাঁদ

রাজশাহী: নাশকতাসহ ২১ মামলার আসামি বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। চাঁদের ব্যক্তিগত সহকারী জালাল উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

কারাগারে থাকা অবস্থায় একাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-৬ আসন (চারঘাট-বাঘা) থেকে বিএনপির প্রার্থী ছিলেন আবু সাইদ চাঁদ। নির্বাচনে অংশ নিতে চারঘাট উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন তিনি। তবে, এরপরও আইনগত জটিলতার কারণে মনোনয়নপত্র যাচাই বাছাইয়েরর দিন তার প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।  

পরে নির্বাচন কমিশনে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান। কিন্তু পরে সুপ্রিম কোর্ট থেকে আবারও আবু সাঈদ চাঁদের প্রার্থিতা স্থগিত করা হয়। তার নামে বর্তমানে ২১টি মামলা রয়েছে। এর মধ্যে ১৯টিতে তিনি জামিনে ছিলেন। অবশেষে বাকি দু’টি মামলায় জামিন পাওয়ার পর বুধবার কারাগার থেকে মুক্তি পান বিএনপির কেন্দ্রীয় সদস্য ও উপজেলা সভাপতি আবু সাঈদ চাঁদ।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর আবু সাইদ চাঁদকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।