ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

লালমনিরহাটে বিএনপি-জামায়াতের ২৮ নেতা কারাগারে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
লালমনিরহাটে বিএনপি-জামায়াতের ২৮ নেতা কারাগারে 

লালমনিরহাট: নাশকতার মামলায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিএনপি-জামায়াতের ২৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক জেলা ও দায়রা জজ কেএম মোস্তাকিনুর রহমান।  

লালমনিরহাট আদালতের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, গত ২০১৭ সালের বিশেষ ট্রাইব্যুনালে নাশকতার অভিযোগে হাতীবান্ধা থানায় একটি মামলা (১৩৭/১৭) দায়ের করা হয়।

এ মামলায় ২৮ জন আসামি মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।  

আসামিরা সবাই বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।