কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে রাজশাহীতে দলের কার্যালয়ের নিচে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে প্রধান অতিথির বক্তব্যে মিনু এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, এ সরকার ভোটের নামে দেশের মানুষের সঙ্গে আবারও জালিয়াতি করেছে। মিথ্যা ও সাজানো মামলা দিয়ে খালেদা জিয়াকে ফরমায়েশি রায়ে পরিত্যক্ত ও নির্জন কারাগারে রেখেছে। এছাড়া সেই কারাগারে সম্পূর্ণ অবৈধভাবে আদালত বসিয়ে খালেদা জিয়ার মামলা পরিচালনা করছে। খালেদা জিয়া অসুস্থ হলেও তাকে চিকিৎসা না করিয়ে তিলে তিলে কারাগারে মেরে ফেলার জন্য এ সরকার নীলনকশা আঁকছে।
সরকারের এসব কর্মকাণ্ডের ধিক্কার জানান মিজানুর রহমান মিনু। এ সময় বৃহত্তর আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বানও জানান এই বিএনপি নেতা।
কর্মসূচিতে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বক্তব্য রাখেন। এছাড়া মহানগরের ওয়ার্ড ও থানা পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এসএস/এইচএ/