শনিবার (২৩ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।
মামলা, কারাবন্দি ও হামলায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মী এবং তাদের স্বজনদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে সুনামগঞ্জ জেলা বিএনপি।
জাহিদ হোসেন বলেন, ‘নির্বাচনের সময় যতো ঘনিয়ে এসেছে মামলার সংখ্যা ও গ্রেফতারের সংখ্যাও বেড়ে ছিল। গ্রেফতার করার একটাই উদ্দেশ্য ছিল নির্বাচনী মাঠে যেন কেউ না থাকতে পারে। তারা মাঠে একাই খেলেছে। দিবারাত্রির ক্রিকেট খেলার মতো হয়েছে এ নির্বাচন। রাতে তারা ব্যালট বাক্স ভরে রেখেছে আর দিনের বেলা নিজেদের মতো করে ফলাফল ঘোষণা করেছে। ’
বিএনপির এ নেতা আরও বলেন, ‘নির্বাচন এখন আর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হয় না। নির্বাচন এখন আগের দিন রাতে শুরু হয়ে পরের দিন বেলা ১১টার মধ্যে শেষ হয়। আবার দুপুর ২টার মধ্যে ভোট গণনা শেষ হয়। এখন আর ভোট গুনতেও হয় না, কারণ অন্য দলের পোলিং এজেন্ট থাকে না। আর থাকলেও জোর করে বের করে দেওয়া হয়। ’
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল প্রমুখ।
এসময় জামিনে মুক্ত নেতাকর্মী, মামলায় আবদ্ধ নেতারা ও কারাবন্দি নেতাদের স্বজনরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
জিপি