ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদার মুক্তির দাবিতে যুবদলের দুইদিনের কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
খালেদার মুক্তির দাবিতে যুবদলের দুইদিনের কর্মসূচি

ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন বাংলানিউজকে এ কর্মসূচির কথা নিশ্চিত করেছেন।

গিয়াস উদ্দিন মামুন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে  বৃহস্পতিবার (৪ মার্চ) সারাদেশের জেলায় জেলায় বিক্ষোভ ও শুক্রবার (৫ মার্চ ) রাজধানীসহ সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুবদল।

দেশের সব শাখাকে এ কর্মসূচি যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।