শনিবার (৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘সব রাজবন্দির মুক্তির দাবিতে’ জিয়া আদর্শ একাডেমি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে খন্দকার মাহবুব হোসেন বলেন, লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যের মাধ্যমে শপথ ভঙ্গ করেছেন।
খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথের আন্দোলনই একমাত্র পথ উল্লেখ করে খন্দকার মাহবুব হোসেন বলেন, রাজপথে নামতে পারলে সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। তারা খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে। বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে রাজপথে নামার ঘোষণা দেওয়া হলে জনগণই রাজপথ উত্তপ্ত করে তুলবে।
জিয়া আদর্শ একাডেমির সভাপতি আজম খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনি চৌধুরী, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরীর সভাপতি আবদুর রহমান বাবুল, মৎস্যজীবী দলের সদস্য আবদুর রহীম, কৃষক দল নেতা শাহজাহান সম্রাট, ছাত্রদল নেতা মামুন হোসেন ভূইয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মে ০৩, ২০১৯
এমএইচ/এনটি