শনিবার (২৭ জুলাই) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা তীরবর্তী সলেডি স্প্যার বাঁধ-২ এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এ সরকার ৩০ তারিখের ভোট ২৯ তারিখ রাতে শেষ করে নিজেদের বিজয়ী ঘোষণা করেছে।
ধানের দাম প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার ধানের দাম বাড়ায়নি। কিন্তু চালের দাম ঠিকই বাড়িয়েছে। এই সরকার কৃষকের নয়, এই সরকার গরিবের নয়। শাসনের নামে শোষণে ব্যস্ত হয়ে ওঠেছে এ সরকার।
আদিতমারী উপজেলা বিএনপির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা প্রমুখ।
বিএনপির পক্ষ থেকে লালমনিরহাটের আদিতমারী ও হাতীবান্ধা দুইটি স্থানে মোট এক হাজার ২০০ পরিবারকে শুকনা খাবার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এনটি