বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তি ও আইনজীবী মহাসমাবেশ সফল করার প্রস্তুতি সভায় এসব মন্তব্য করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
‘গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন’ আয়োজিত প্রস্তুতি সভায় খন্দকার মাহবুব হোসেন বলেন, অতীতে আমরা বলেছি, ঈদের পর আন্দোলন করবো, রোজার পর আন্দোলন করবো, এভাবে সময় পেরিয়ে গেছে।
বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিকল্প নেই, পেছানোর উপায়ই নেই। এখন সরকার দেশটাকে সিঙ্গাপুর বানাতে চায়। কিন্তু বালিশ বানিয়ে দেয় রূপপুর, সরকার সিঙ্গাপুর বানাতে চায় ডিসি বানিয়ে দেয় জামালপুর। এসব চলতে পারে না। এ দেশকে বাঁচাতে হলে খালেদা জিয়ার উপস্থিতি প্রয়োজন।
অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট খালেদা পান্না, অ্যাডভোকেট আবেদ আহমেদ রাজা, অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, অ্যাডভোকেট রফিক শিকদার, অ্যাডভোকেট হুমায়ন রশিদ, অ্যাডভোকেট সৈয়দ এনায়েতুরর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
ইএআর/ওএইচ/