ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরে বিএনপি নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরে বিএনপি নেতার মৃত্যু

ফরিদপুর: টাইফয়েড জ্বরে আক্রান্ত ফরিদপুরের বোয়ালমারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোতাহের হোসেন মেথুর (৫২) মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুরের আরোগ্য সদন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

মোতাহের হোসেন মেথু বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মৃত. শেখ আক্কাস আলীর মেঝ ছেলে।

বোয়ালমারী উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মাহাবুবুর রশীদ হেলাল বাংলানিউজকে জানান, ১০-১২ দিন আগে মেথু জ্বরে আক্রান্ত হন। পরীক্ষা করে চিকিৎসকেরা জানান তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত। এরপর থেকে তিনি নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।
রোববার অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর আরোগ্য সদন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৩০ সেপ্টেম্বর) বাদ জোহর জানাজা শেষে মোতাহার হোসেন মেথুকে বোয়ালমারীর ছোলনা মাদ্রাসার কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।