তিনি বলেন, ‘আমরা এখানে যারা আছি, প্রার্থী ছিলাম তারাও ভোট দিতে পারিনি। শুধু মেনন নয়, এটা দেশের সবাই জানে যে একাদশ নির্বাচনে কেউ ভোট দেয়নি।
সোমবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র-ঐক্যের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, আগেও একবার আওয়ামী লীগকে ২১ বছর রাজনৈতিক এতিম হিসেবে রাস্তায় ঘুরতে হয়েছে। এবার বিদায় হলে ২১ বছর নয়, এর থেকেও তিন গুণ বেশি সময় তাদের রাজনৈতিক এতিম হিসেবে রাস্তায় ঘুরতে হবে।
ভারতের সঙ্গে হওয়া চুক্তির বিষয় উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যে চারটি চুক্তি করেছেন, সবগুলোই দেওয়ার চুক্তি। কোনো নেওয়ার চুক্তি নেই। তিনি সব দিয়ে এলেন, কিছু আনতে পারলেন না। তিস্তা চুক্তি বহুদিন যাবত ঝুলে আছে। অভিন্ন নদীগুলোতে ভারত বাঁধ দিয়ে রেখেছে। এসব নিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ প্রতিবাদ করায় ছাত্রলীগ তাকে পিটিয়ে হত্যা করেছে।
ক্যাসিনোকাণ্ডে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে চুনোপুঁটি আখ্যা দিয়ে ড. মোশাররফ বলেন, এদের পিছনে রাঘব-বোয়ালরা জড়িত আছে। আমরা দাবি জানাই, শুধু চুনোপুঁটি নয়, তাদের পেছনে যেসব রাঘব-বোয়াল আছে, অবিলম্বে তাদেরও গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
খালেদা জিয়াকে অবিলম্বে জামিন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জামিন পাওয়া তার অধিকার। তাকে জামিন দেওয়া হোক। যাতে তিনি তার সুবিধামতো স্থানে চিকিৎসা নিতে পারেন। যদি জামিন দেওয়া না হয়, আর পিজি হাসপাতাল অথবা কারাগারে যদি দেশনেত্রীর কোনো ক্ষতি হয়, তবে এর সব দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে। তাদের জবাব দিতে হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাতিল ও নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের সাজা বাতিলসহ সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধন আয়োজন করা হয়।
ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক ছাত্রনেতা ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান আসাদ, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন আলম, সাইফুদ্দিন মনি, রফিক সিকদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এমএইচ/এসএ