সোমবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের ২নং রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
পরিদর্শককে লাঞ্ছিত করার পর অতিরিক্ত পুলিশ এসে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন র্যালিতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি সংবলিত ব্যানার নিয়ে এ সংক্রান্ত নানা স্লোগান দেন। পরে সেখানে উপস্থিত নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন র্যালির ব্যানার কেড়ে নেন।
প্রথমে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ দলের একটি র্যালিতে বাধা দিয়ে তাদের ব্যানার কেড়ে নেন তিনি। পরে সেখানে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জিয়ার একটি মিছিল উপস্থিত হলে সেটিতেও বাধা দিয়ে ব্যানার কেড়ে নেওয়া হয়। এতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় নেতাকর্মীদের। একপর্যায়ে পুলিশ পরিদর্শককে লাঞ্ছিত করেন নেতাকর্মীরা। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে সড়ক বন্ধ করে জনসাধারণের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করার চেষ্টার সময় তিনজনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
টিএ