তিনি বলেন, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর শিক্ষায় যে অবদান রেখে গেছেন, তা আমাদের আর্থ-সামাজিক অবস্থা বদলে দিতে ভূমিকা রেখেছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কফিনে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, নারী ক্ষমতায়ন, শিক্ষা, ক্ষুদ্র ঋণ ও শস্য ক্ষেত্রে ফজলে হাসান আবেদের অবদান অনন্য। সারা বিশ্বের মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। একবার চীনে একটি সেমিনারে গিয়েছিলাম, সেখানে কী নোট পেপার উপস্থাপন করেন ফজলে হাসান আবেদ। সেই সেমিনারে চীনের প্রেসিডেন্টও ছিলেন।
পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক বইয়ে সই করেন।
আরও পড়ুন...
** স্যার আবেদের কফিনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা
** আর্মি স্টেডিয়ামে স্যার আবেদের মরদেহ
** স্যার আবেদকে শ্রদ্ধা জানাতে আর্মি স্টেডিয়ামে জনতার ঢল
** স্যার আবেদকে শ্রদ্ধা জানাতে প্রস্তুত আর্মি স্টেডিয়াম
** মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্যার ফজলে হাসান আবেদ
** ‘স্যার আবেদ বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন’
** আবেদের জীবন থেকে তরুণদের শিক্ষা নেওয়ার পরামর্শ ইউনূসের
** স্যার ফজলে হাসান আবেদের শ্রদ্ধায় শোকবই
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
টিএম/এইচএডি/